ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নতুন স্কেলে বেতনের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ধর্মঘট

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নতুন স্কেলে বেতনের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন জাতীয় বেতন স্কেলে বেতনের দাবিতে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট ও সমাবেশ চলছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা পঞ্চমদিনের মতো শিক্ষকদের দাবির পক্ষে আন্দোলন করতে দেখা যায়।



সমিতির মহাসচিব কাজী মো. মুখলেসুর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

সমিতির সভাপতি কাজী রুহল আমীন চৌধুরীর নেতৃত্বে অবস্থান ধর্মঘট ও সমাবেশ চলছে। আন্দোলন পরিচালনা করছেন সমিতির যুগ্ম-মহাসচিব আবু মূসা ভূঁইয়া।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) দাবির পক্ষে আন্দোলন শুরু করেন তারা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।