ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রত্যেক নাগরিককে মেয়র দেখতে চান সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
প্রত্যেক নাগরিককে মেয়র দেখতে চান সাঈদ খোকন ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা সিটি করপোরেশনের প্রত্যেক নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন মেয়র সাঈদ খোকন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় রাজধানীর শাহবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘প্রাণসখা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



প্রত্যেক নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চাই মন্তব্য করে সাঈদ খোকন বলেন, ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছি। এই পরিচ্ছন্নতা শুধু ময়লা পরিষ্কার নয়, চিন্তা, আদর্শ ও মনের জগতের পরিচ্ছন্নতাও।

তিনি বলেন, চারশ’ বছরের ঐতিহ্যমণ্ডিত এ শহরে নানা সংকট রয়েছে। কিন্তু পৃথিবীতে মায়া মমতায় ঘেরা এমন শহর আর কোথাও দেখিনি। হাজারও সমস্যার মাঝেও আমরা জীবনকে উপভোগ করি।

ঢাকাকে বলা হয় বসবাসের অনুপযোগী শহরগুলোর একটি। এখানে পাহাড় সমান সমস্যা আছে বলেও বক্তব্যে স্বীকার করেন মেয়র সাঈদ খোকন।

সব্যসাচী লেখক সৈয়দ আনিসুল হক বলেন, সবাইকে মেয়রের দায়িত্ব পালন করে চারশ’ বছরের ঐতিহ্যের  ঢাকা তৈরি করতে হবে। শুধু শহরের ময়লা পরিষ্কার নয় মনের, আদর্শের, চিন্তা-চেতনারও পরিচ্ছন্নতা আনতে হবে। কারণ এই ঢাকা আমাদের হৃদয়ের শহর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আহমেদ বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু মেয়রের নয়, এ দায়িত্ব সবার। আমাদের সবাইকে অভ্যস্ত থাকতে হবে নিজেকে পরিচ্ছন্ন রাখার।

নাট্যাভিনেতা ড. এনামুল হক বলেন, আমরা শুধু ঢাকাকে নয়, গোটা দেশকে পরিষ্কার রাখতে চাই। এজন্য আপনাকে আমাকে সবাইকে দেশকে সুন্দর করে সাজাতে কাজ করতে হবে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আইয়ের প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/আপডেট: ১৩২৮ ঘণ্টা
এমআইকে/এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।