ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই কিশোর নির্যাতনের মামলায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
দুই কিশোর নির্যাতনের মামলায় গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোরকে দড়ি দিয়ে বেঁধে পেটানো ও সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করার মামলায় আজিজুল ইসলাম (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।



গ্রেফতার আজিজুল চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ বারিকের ছেলে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়।

পবা থানার ওসি শরীফুল ইসলাম জানান, বর্তমানে আজিজুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।   

এর আগে শনিবার রাতে আহত জাহিদের বাবা ইমরান বাদী হয়ে এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

চুরির অপবাদ দিয়ে জাহিদ হাসান (১৫) ও ইমন আলী (১৩) নামে দুই কিশোরের ওপর নির্যাতন চালান আসামিরা। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আসামিরা তাদের মারধর করেন। উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তা ফাঁস হয়ে যায়।



বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস/জেডএস

**  পবায় দুই কিশোরকে ঘরের মধ্যে নির্যাতনের পর ভিডিও!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।