ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হিন্দু আইনে তালাক ব্যবস্থা যুক্ত না করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
হিন্দু আইনে তালাক ব্যবস্থা যুক্ত না করার দাবিতে মানববন্ধন ছবি: পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিন্দু বিবাহ আইনে তালাক ব্যবস্থা চালু না করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু মহিলা জোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে হিন্দু বিবাহ আইনে তালাক ব্যবস্থা সংযুক্ত করতে হাইকোর্টে রিট আবেদন করেন মানবাধিকার কর্মী এলিনা খান। এরই প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, হিন্দু ধর্মাবলম্বী একজন নারী একজন পুরুষের জীবনে আসে অর্ধাঙ্গীনি হিসাবে। যা হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে চলে আসছে। এর ফলে নারীকে বিচ্ছিন্ন করা যায় না। এমনকি স্বামীর থেকে পৃথক থাকলেও হিন্দু ধর্মাবলম্বী নারীর ভরণপোষণ পাওয়ার অধিকার রয়েছে বলেও জানান তারা।

পারিবারিক বিচ্ছেদকে এনজিও সংগঠনগুলোর প্রচারণা উল্লেখ করে বক্তারা বলেন, খারাপ চরিত্রের স্বামী, অবৈধ বিবাহ, রাষ্ট্রদ্রোহী, দীর্ঘদিন প্রবাসে বা পুরুষত্বহীন হলে স্ত্রী তাকে পরিত্যাগ করতে পারে এর জন্য নতুন আইনের প্রয়োজন নেই।

এ সময় বক্তারা হিন্দু আইনে তালাক ব্যবস্থা অন্তর্ভুক্ত না করার দাবি জানান।

সংগঠনটির সভাপতি ড. সেলিনা দত্তের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহিলা জোটের নির্বাহী সভাপতি প্রীতিলতা বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাগচী, বিথী দত্ত, হিন্দু মহাজোটের সভাপতি দেবাশীষ মন্ডল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এইচআর/ আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।