ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তার মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নিখোঁজের ২৪ ঘণ্টা পর বগুড়ায় মামুনুর রশীদ মানিক হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্রামীণফোনের ব্যবসায়িক সহযোগী একটি ডিস্ট্রিবিউশন হাউজে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।



এদিকে তার নিখোঁজ হওয়া ও পরবর্তীতে মৃত্যুর খবরে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে গ্রামীণফোন।
 
মামুনুর রশীদ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বেলঘড়িয়া মহল্লার মন্টু প্রামানিকের ছেলে।
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার দুবলাগাড়ি বাজারের অদূরে অবস্থিত করতোয়া নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে।
 
এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর তিনি দুবলাগাড়ি বাজার থেকে নিখোঁজ হন। এসময় তার সঙ্গে ১৫ লাখ টাকা ছিল বলে জানা গেছে।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ব্যাগে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
 
এদিকে খবর পেয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
পুলিশ জানায়, নিহত মামুনুর রশীদ গ্রামীণফোনের ব্যবসায়িক সহযোগী একটি ডিস্ট্রিবিউশন হাউজে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে নির্ধারিত এলাকায় কোম্পানির ফেক্সিলোড, সিমকার্ড সরবরাহ করতেন। অন্যদিনের ন্যায় পেশাগত কাজে শনিবার দুপুরের দিকে তিনি দুবলাগাড়ি বাজারে মোটরসাইকেল রেখে বিভিন্ন দোকানে কাজ শুরু করেন।
 
এক পর্যায়ে দুপুর আড়াইটার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিলো ‍না। পরে স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
রোববার সকালে স্থানীয়রা দুবলাগাড়ি বাজারের অদূরে করতোয়া  নদীর তীরে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এসময় পুলিশ তার (মামুনুর রশীদ) প্যান্টের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা ও পরিচয়পত্র উদ্ধার করে।
 
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/আপডেট:১৫৩৮ ঘণ্টা
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।