ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে কৃষিবিদরা গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সংস্থা) ফকির মো. বেলায়েত হোসেন, বারি শাখা সভাপতি একেএম মহিউদ্দিন মঞ্জু, সোহেল মোহাম্মদ সোহান ও মো. শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএনএনইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।