ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোস্ট গার্ডের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
কোস্ট গার্ডের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোস্ট গার্ডের উন্নয়নে সরকারের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) দুপুরে ২১তম কোস্টগার্ড দিবস উপলক্ষে কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্ট গার্ডের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একটি ঘাঁটি নির্মাণ, ৪টি অফশোর পেট্রোল ভেসেলসহ (ওপিভি) বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া চলছে। বাড়ানো হয়েছে জনবল।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোস্ট গার্ড সদস্যরা নানা সীমাবদ্ধতা নিয়ে উপকূলে নিরাপত্তার কাজে নিয়োজিত থেকে উপকূলবাসীর আস্থা অর্জন করেছে। মাদক চোরাচালান রোধেও যথাযথ দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশের বিশাল ভূ-ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সদস্যরা আগামীতেও জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সাহসী ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ৮ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, ৭ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড সেবা পদক ও ৬ জনকে প্রেসিডেন্ট সেবা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজ্জামেল হক খান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, নৌ-বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।