ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

কক্সবাজার: সদর উপজেলার ছনখোলা থেকে জিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন ছনখোলার ওমর গাজীর ছেলে আবু তাহের।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন ছনখোলার আবুল কাশেমের ছেলে কামাল হোসেন, একই ইউনিয়নের নয়াপাড়ার মৃত বশির আহমদের ছেলে মোক্তার আহমেদ, পূর্ব ঘোনারপাড়ার মৃত নূর আহমদের ছেলে বাদশা মিয়া, শহরের নতুন বাহারছড়ার মৃত রফিকুল ইসলামের মেয়ে শামিমা বেগম, খরুলিয়ার দরগাপাড়া্র আব্দুল মতলবের ছেলে আমান উল্লাহ ও খুরুশকূলের ডেইলপাড়ার মো. হোসেনের ছেলে আবু তাহের।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।