ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জীবনসদস্য কাসেমের মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জীবনসদস্য কাসেমের মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক এম এ কাসেম

ঢাকা: সংগঠনের জ্যেষ্ঠ জীবনসদস্য এম এ কাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সমিতি-ঢাকা সংগঠক-সদস্যরা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে সমিতির সভাপতি মো. আবদুল করিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ শোক বাণী জানান।



চট্টগ্রামের কাসেম জুট মিলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জুট মিলস্ অ্যাসেসিয়েশনের সাবেক সহ-সভাপতি এম এ কাসেম শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকায় জিগাতলা এলাকায় তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর।

বিজ্ঞপ্তিতে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।