ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি স্টার সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ডেইলি স্টার সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ মাহফুজ আনা‌ম

পটুয়াখালী: মানহানির মামলায় ইং‌রে‌জি দৈ‌নিক দ্য ডৈই‌লি স্টার’র সম্পাদক মাহফুজ আনা‌মকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) পটুয়াখালীর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আদাল‌তের বিচারক এস এম তা‌রিক শামস আগামী ৪ এপ্রিল তাকে আদাল‌তে হা‌জিরের নির্দেশ দেন।



এর আগে, দুপুরে পটুয়াখালী জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট উজ্জল বসু মাহফুজ আনা‌মের বিরু‌দ্ধে পটুয়াখালী‌ আদালতে ৫ কো‌টি টাকার মানহা‌নির মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।