ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নোয়াখালীতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করেছে আন্দোলনকারী কৃষিবিদরা।

রোববার(১৪ ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নোয়াখালী জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।



এসময় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার সভাপতি একেএম আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি আবদুল কাদের, ছলেহ উদ্দিন, অসিত রঞ্জন মজুমদার, শাহজাহান কামাল, আবদুল করিম কাউসার ও আলমগীর হোসেন প্রমুখ।

পরে ডিপ্লোমা কৃষিবিদদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।