ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পাইকগাছায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষক আটক ছবি: প্রতীকী

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে পুলিশ দুই শিক্ষককে আটক করা হয়েছে।
 
আটকরা হলেন- পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আজগর হোসেন ও কম্পিউটার শিক্ষক অমর চন্দ্র মন্ডল।


 
রোববার (১৪ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে পাইকগাছা সিনিয়র মাদরাসা কেন্দ্র সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, পাইকগাছা সিনিয়র মাদরাসা কেন্দ্র সংলগ্ন মোমিনের বাড়িতে বসে বইয়ের পৃষ্ঠা কেটে ওই কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে- এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীনের নির্দেশে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
 
এসময় সেখান থেকে লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আজগর হোসেন ও কম্পিউটার শিক্ষক অমর চন্দ্র মন্ডলকে আটক করা হয়। তবে গজালিয়া মাদরাসার শিক্ষক মোকাররম হোসেন নকল নিয়ে দৌঁড়ে পালিয়ে যান।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, আটকরা থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমআরএম/এসএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।