ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএসসি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যা

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় রাব্বি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
রাব্বী উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে কাতার প্রবাসী আরিফ হোসেনের ছেলে।
 
রাব্বীর মা দেলোয়ারা বেগম জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাব্বি ভাত খাচ্ছিলো। এ সময় কেউ একজন তাকে ফোন করে। ভাত খেয়ে দ্রুত ঘর থেকে রাব্বি বেরিয়ে যায়। জিজ্ঞাসা করেছিলাম কে ফোন করেছিল, সে কিছুই বলেনি। আসছি বলে চলে গেল।
 
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, রাব্বির চাচাতো বোনের সঙ্গে স্থানীয় হেলাল নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সে এ বিষয়ে কয়েকবার প্রতিবাদ করে। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। হত্যার ঘটনার সঙ্গে এ বিষয়ের সম্পর্ক আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল শেষে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।