ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে ৩ দিনেও খোঁজ মেলেনি ৪ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বাহুবলে ৩ দিনেও খোঁজ মেলেনি ৪ শিশুর

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজ হওয়া চার শিশুর এখনো খোঁজ মেলেনি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।



নিখোঁজ চার শিশুরা হচ্ছে- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চার শিশু গ্রামের মাঠে খেলতে যায়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি।

ঘটনায় পরদিন শনিবার (১৩ ফেব্রুয়ারি) নিখোঁজ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন।

রোববার পর্যন্ত নিখোঁজ চার শিশুর খোঁজ না পাওয়ায় বাহুবলের সর্বত্র শিশু ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবলের পুটিজুরী এলাকা থেকে তিন শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে আটক ও ওই তিন শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বর্তমানে তারা বাহুবল থানায় আছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, নিখোঁজ চার শিশুর সন্ধানে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, পুটিজুরী এলাকা থেকে আটক অটোরিকশা চালক অপহরণকারী চক্রের সদস্য কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।