ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিভেছে মালিবাগের লিলি প্লাজার আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নিভেছে মালিবাগের লিলি প্লাজার আগুন ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মালিবাগ-মৌচাক মার্কেটের পাশে লিলি প্লাজার দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূতপ্রাত হলে প্রায় একঘণ্টা চেষ্টায় তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।



মার্কেটের দ্বিতীয় তলার একটি কফি হাউজ থেকে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, আগুন নেভাতে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট কাজ করে।

অগ্নিকাণ্ডে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

** রাজধানীর মালিবাগে লিলি প্লাজায় আগুন

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনএইচএফ/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।