ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসার গান গেয়ে মাতালেন সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভালোবাসার গান গেয়ে মাতালেন সাঈদ খোকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গান গেয়ে ভালোবাসা দিবসে তরুণ-তরুণীদের মাতালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ চত্বরের পাশে জাদুঘরের সামনের ‘প্রাণসখা’নামের মঞ্চে শিরোনামহীন-এর তুহিনের সঙ্গে গান গাইতে দেখা যায় তাকে।


 
এ সময় উল্লাসে মেতে ওঠেন মঞ্চের সামনের কয়েক হাজার তরুণ-তরুণী। শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত পুরোটা পথেই বিকেলে ভিড় নামে।

এ সময় সাঈদ খোকন বলেন, আমাদের ভালোবাসা ঢাকার জন্য। ঢাকাকে ভালোবাসি বলে এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলবো। ঢাকার প্রতি ভালোবাস জাগাতেই এই অনুষ্ঠান আয়োজন বলেও জানান তিনি।

তরুণ তরুণীদের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা অংশ নেন। টিএসসি অভিমুখী সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দে রাস্তার উপর অবস্থান নিয়ে ভালোবাসা দিবস উপভোগ করছেন ঢাকাবাসী।

ওয়ার্ডের বাসিন্দা ছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিলসহ এই প্রাণসখা অনুষ্ঠানে যোগ দেন সাঈদ খোকনের সমর্থকরা।

এদিকে, শাহবাগ চত্বর, টিএসটি, চারুকলা অনুষদ ও রমনা জুড়েই উৎসব মুখর আয়োজনে চলছে ভালোবাসা দিবসের নানা অনুষ্ঠান।

ঢাকাকে ভালোবেসে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ‘প্রাণসখা’র আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত। একের পর এক গান পরিবেশন হচ্ছে মঞ্চ থেকে। জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অনেকে ছুটে এসেছেন শাহবাগে। তবে বিকেলের অনুষ্ঠানে মানুষের আরো বেড়ে যায়।
সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শাহবাগ থেকে টিএসটি পর্যন্ত সাদা পোশাকের পুলিশের কড়া নজরদারি দেখা গেছে।

এছাড়াও অর্ধশতাধিক সিসিটিবি ক্যামেরায় চলছে শাহবাগ-টিএসসির নিরাপত্তা নজরদারি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।