ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সংস্কৃতিমন্ত্রীর গাড়ি বহরে হামলা

নীলফামারীতে জামায়াত নেতাসহ ৮ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নীলফামারীতে জামায়াত নেতাসহ ৮ জন কারাগারে

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনামসহ জামায়াত শিবিরের আট নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামিরা নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতাহার আখতার ভূঁইয়ার আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



কারাগারে যাওয়া জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে মনিরুজ্জামান (২৮), ইব্রাহিম ইসলাম (৪২), আলমগীর হোসেন (৩৫), আবুল বাশার (৩৮) ও আব্দুল মালেক কাজির (৪৫)। নাম জানা গেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা  বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদরের রামগঞ্জে ওই হামলার ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। পুলিশ ৬০ জনকে গ্রেফতার করলেও জামায়াত শিবিরের ৭২ জন ও বিএনপির ৬২ জন নেতাকর্মী আদালতে আত্মসর্মপণ করে কারাগারে বন্দি রয়েছেন। এখনো ১৮ জন পলাতক রয়েছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।