ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সাংবাদিকের বাসায় চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পাবনায় সাংবাদিকের বাসায় চুরি

পাবনা: পাবনায় কাজী মাহবুব মোর্শেদ বাবলা নামে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খোয়া গেছে।



রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কাজী মাহবুব মোর্শেদ জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের পাবনা জেলা প্রতিনিধি। তিনি শহরের শান্তিনগর এলাকায় বসবাস করে আসছেন।

কাজী মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, বাসায় তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে শহরের এক অনুষ্ঠানে যান তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় ফিরে এসে ঘরের তালা ও আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, আলমারিতে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ২০/২৫ হাজার নগদ টাকা খোয়া গেছে।

খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনার পরপরই পাবনায় কর্মরত সাংবাদিকরা তার বাসায় ছুটে যান। তারা চোরদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।