ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ডন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
উখিয়ায় ডন গ্রেফতার ছবি: প্রতীকী

কক্সবাজার: উখিয়ার মানবপাচারকারী ডন হিসেবে পরিচিত  জমির আহাম্মদ প্রকাশ কালা জমিরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকাল পাঁচটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি পশ্চিম সোনাইছড়ি এলাকার মৃত কাদির হোসেনের ছেলে।

উখিয়া ও টেকনাফ থানায় কালা জমিরের বিরুদ্ধে মানবপাচার, হত্যা, ধর্ষণের প্রায় এক ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে জাফর মানবপাচার ও  ধর্ষণ মামলায় আত্মগোপনে ছিলেন।

২০১৫ সালে  গোয়েন্দা পুলিশের হাতে সোনার পাড়ার মানবপাচারকারী জাফর মাঝি নিহত হওয়ার পর জমির আত্মগোপনে যায়। এরপর এ বছরের শুরুর দিকে আবার প্রকাশ্যে আসে।

মানবপাচারকারী জমির সোনার পাড়া এলাকার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পাচার করেছে বলে জনশ্রুতি রয়েছে। গেল বছর মিয়ানমার ফেরত ১৩৬ জন মালয়েশিয়াগামীর স্বীকারোক্তি অনুযায়ী ৩৪ জন দালালের রিরুদ্ধে সরকার যে  মামলা করেছিল সেখানেও তার নাম ৭ নম্বরে রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, কালা জমিরকে সোমবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।