ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বরিশালে ইয়াবাসহ ৩ যুবক আটক ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ডের মাদানী সড়ক থেকে তাদের আটক করা হয়।


 
আটক যুবকরা হলেন- বেলতলা এলাকার সুবাস কর্মকারের ছেলে সুজন কর্মকার (২৯),  একই এলাকার আলমগীর মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৬) ও বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের মৃত বসন্ত শীলের ছেলে নেপাল শীল (৩৫)।
 
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে, তাদের শরীরে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার।
 
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।