ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২ ফটোস্ট্যাট ব্যবসায়ীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বেনাপোলে ২ ফটোস্ট্যাট ব্যবসায়ীর জরিমানা

বেনাপোল (যশোর): এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষা চলাকালীন সময় ফটোকপি করার দায়ে বেনাপোলে দুই ফটোস্ট্যাট ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম এসব জরিমানা করেন।


 
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জাকির ফটোস্ট্যাটের মালিক শহিদুল ইসলাম এবং ওসমান ফটোস্ট্যাটের মালিক পলাশ হোসেন।
 
ইউএনও আব্দুস সালাম বাংলানিউজকে জানান, পরীক্ষা কেন্দ্রের পাশে ফটোস্ট্যাট মেশিন খোলা থাকলে নকল সরবরাহের ঝুঁকি থাকে। এ কারণে পরীক্ষা চলাকালীন সময় এসব দোকান মাইকিং করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।  
 
নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানার দণ্ড দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।