ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: পুলিশের ডিআইজি পদে ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড-৩ (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ৫৬৫০০-৭৪৪০০/) পদে পদোন্নতি দেওয়া  হলো।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) লুতফর রহমান মণ্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ (চলতি দায়িত্ব) ইব্রাহিম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) এসএম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জ মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিট পুলিশ কমিশনার কামরুল আহসান (চলতি দায়িত্ব), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার দিদার আহমেদ ও যুগ্ম কমিশনার জামিল আহমেদ কমিশনারকে পদোন্নতি দেওয়া হয়।
 
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপি’র অতিরিক্ত কমিশনার একেএম শাহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া ও ডিএমপি’র যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/আপডেট ১০৪৭ ঘণ্টা
এনএইচএফ/এসজেএ/এসএমএ/বিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।