ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বরগুনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মাহফুজ আনাম

বরগুনা: বরগুনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।  
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু এ মামলা দায়ের করেন।

 
 
মামলায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে স্বাক্ষী করা হয়েছে।  
 
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক বেল্লাল হোসেন বাদীর জবানবন্দি গ্রহন শেষে ২২ ফেব্রুয়ারি মামলার আদেশের দিন ধার্য করেছেন।  
 
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান পান্না এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।