ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফারাক্কায় প্রবাহ বেশি হলে, আমরা বেশি পানি পাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ফারাক্কায় প্রবাহ বেশি হলে, আমরা বেশি পানি পাই

জাতীয় সংসদ ভবন থেকে: পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ফারাক্কায় গঙ্গার প্রবাহ বাড়লে বাংলাদেশ বেশি পানি পায়। গত বছরের মে মাসের শুরুতে বাংলাদেশে পানির প্রবাহ ছিলো ৩৬ হাজার ২৬৮ কিউসেক এবং শেষে ছিলো ৫১ হাজার ৯১৮ কিউসেক।



রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত আ ফ ম বাহাউদ্দিন নাসিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ তথ্য জানান।

আনিসুল ইসলাম আরও জানান, ১৯৭২ সালের পানি চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে) ১০ দিন ওয়ারি গঙ্গার পানি বণ্টনের জন্য চুক্তি রয়েছে। সেই হিসাবে পানির প্রবাহ ৭০ হাজার কিউসেকের কম হলে উভয় দেশ অর্ধেক হারে পানি পায়। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেক হলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট প্রবাহ ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের উপরে হলে ৪০ হাজার কিউসেক ভারত পায় এবং অবশিষ্ট প্রবাহ বাংলাদেশ পায়।

তিনি আরও জানান, চুক্তির শর্ত অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে উভয় দেশ এ বাধ দিয়ে দশ দিনের অনুক্রমে নিশ্চিতভাবে ৩৫ হাজার কিউসেক পানি পায়। তিন মাসে দশদিনের অনুক্রমে বাংলাদেশ ৩৫ হাজার কেউসেক পানি পায়। প্রতি বছর শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানি বণ্টন করা হচ্ছে বলেও তিনি সংসদে উল্লেখ করেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত চুক্তির মাধ্যমে উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধিসহ জলবিদ্যুৎ উন্নয়নে যৌথ প্রকল্প গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

** ‘খালেদা-তারেকের বিচার বাংলার মাটিতে হবেই’
** দ্রুত নিষ্পত্তি করা হবে অনলাইনে পাওয়া অভিযোগ
** ভতুর্কির আওতায় আনা হবে জেলেদের
** বাতিল হচ্ছে না সরকারি চাকরিতে আবেদন ফি

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।