ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তের কাটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সীমান্তের কাটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের ওপারে কাটাতারে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিন মোল্লা (২৮) নামে এক বাংলাদেশি গরু রাখালের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈকারী সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জয়নগর ক্যাম্পের সদস্যরা মৃতদেহটি নিয়ে গেছে।



মোমিনের বাড়ি বৈকারী সীমান্ত এলাকায়।  

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন বাংলানিউজকে জানান, মোমিন দুইদিন আগে ভারতে গরু আনতে যান। গরু না পেয়ে সোমবার সকালে দেশে ফিরছিলেন তিনি। এসময় সীমান্তের বৈদ্যুতিক তার জড়ানো কাটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মৃতদেহ নিয়ে যায়।

মৃতদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।