ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে মাতালো আব্বাসউদ্দীন একাডেমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভালোবাসা দিবসে মাতালো আব্বাসউদ্দীন একাডেমি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন- এ স্লোগানে বসন্তের আবহে বিশ্ব ভালোবাসা দিবসে খুলনাবাসীকে নির্মল আনন্দে মাতালো আব্বাসউদ্দীন একাডেমি।
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা সোসাইটি সিনেমা হলে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আব্বাসউদ্দীন একাডেমি আবৃত্তি ও রবীন্দ্র নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।



আয়োজনের মধ্যে ছিলো- আবৃত্তি, নৃত্য ও সংগীতের যুগলবন্দী অনুষ্ঠান ‘বচন ও ভঙ্গী’। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
 
এতে বক্তব্য রাখেন, আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, বাংলানিউজের খুলনা ব্যুরো কার্যালয়ের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না, নগর নাট্য দলের আহ্বায়ক মিনহাজ-উজ-জামান সজল ও বি-পজেটিভের সিইও মাহমুদ আরেফিন।
 
বি-পজেটিভের  সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনার শীর্ষস্থানীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।