ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় দেওয়াল চাপায় মা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ছাগলনাইয়ায় দেওয়াল চাপায় মা-ছেলের মৃত্যু

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মা শামিনা আক্তার (২২) ও তার একমাত্র শিশুপুত্র অর্ক (৩) নিহত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের জাকির মুন্সী বাড়ির ওমান প্রবাসী মাহফুজুর রহমান সম্প্রতি পুরাতন মাটির ঘর ভেঙে দালান ঘর নির্মাণ করার জন্য বাড়িতে তার স্ত্রী’র কাছে টাকা পাঠায়।
 
স্বামীর ইচ্ছা অনুযায়ী দালান ঘর নির্মানের উদ্দেশে কয়েকদিন আগে মাটির পুরাতন ঘরের টিনের চাল খুলে ফেলা হয়। বৃষ্টিতে ভিজে মাটির দেওয়াল নরম হয়ে যায়। রোববার বিকেলে মাটির দেওয়াল ঘেঁষে খেলা করছিল শিশু অর্ক। দুর্ঘটনার সম্ভাবনা দেখে একমাত্র শিশুপুত্র অর্ককে উদ্ধার করতে গিয়ে মা ছেলে দেওয়ালের নীচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু অর্ক মারা যায়।

এলাকাবাসী মা শামিনা আক্তারকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।