ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজধানীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মালিবাগে রাকিন ফাইয়াদ (১১) নামে বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



শিশুটির বাবার নাম আব্দুল মনির। তারা ১৭৬, মালিবাগ বাজারের এলাকায় ভাড়া বাসায় থাকেন।

শিশুটির মামাতো ভাই শান্ত বাংলানিউজকে জানায়, সে তাদের বাসার বাথরুমে গলায় ফাঁস দিয়েছিল। রাকিন ওই এলাকার একটি স্কুলের পঞ্চশ শ্রেণীর ছাত্র। তবে কি কারণে এ ঘটনা সে ঘটিয়েছি তা তারা বলতে পারছে না।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/এমআইকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।