ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারির আদেশ

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারির আদেশ মাহফুজ আনাম

দিনাজপুর: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ৮ জুন দিনাজপুর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হক এ আদেশ দেন।



এর আগে অ্যাডভোকেট সামশুর রহমান পারভেজ বাদী হয়ে আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী হযরত আলী বেলাল আদেশের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার দায়ে শামসুর রহমান পারভেজ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে ৮ জুন ধার্য তারিখে হাজির হওয়ার জন্য আসামিকে সমন জারির আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।