ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে লিগ্যাল এইডের জনসচেতনতামূলক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বরিশালে লিগ্যাল এইডের জনসচেতনতামূলক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল জেলা আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল ‘জেলা লিগ্যাল এইড অফিস’ বিষয়ক এ জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।



বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সোহেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খাদেমুল কায়েস।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, বরিশাল জেলা পিপি এবং আইনজীবীরা।

বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী জজ এইচ এম কবির হোসেনের উপস্থাপনায় সেমিনারে বরিশাল জেলা লিগ্যাল এইডের ২৩ বছরের পথচলা, সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা তুলে ধরা হয়।

এছাড়াও ২৩ বছরে আইনি সহায়তাকৃত মামলাগুলোর পরিসংখ্যান ও ৩ জন উপকারভোগীর বক্তব্য সেমিনারে তুলে ধরা হয়।

বিগত ২৩ বছরে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ৩ হাজার ৪৫৬ জনকে আইনি সহায়তা করা হয়েছে। যার মধ্যে ২০০৩ মামলা নিষ্পত্তি হয়েছে এবং ১৪১৩ মামলা চলমান রয়েছে।

বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, বরিশাল জেলায় লিগ্যাল এইডের কার্যক্রম সফলভাবে চলছে। গত ৮ মাসে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯১ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। যার মাধ্যমে ১৫ লাখ টাকা দেনমোহর ও ভরণপোষণ হিসেবে বিভিন্ন পক্ষগণ পেয়েছেন।

সেমিনারে আলোচকরা লিগ্যাল এইডের বিভিন্ন দিক, প্রচারণা, উন্নয়ন, চ্যালেঞ্জ, দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও বরিশাল জেলায় দ্রুত লিগ্যাল এইড অফিসার নিয়োগের ব্যাপারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সোহেল আহমেদ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশের মাধ্যমে লিগ্যাল এইড প্রদান এবং সরকারি লিগ্যাল এইডকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষভাগে বরিশাল জেলায় সরকারি লিগ্যাল এইডের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।