ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে কলকাতাগামী ২ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বাঘারপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে কলকাতাগামী ২ যাত্রী নিহত ছবি : প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়ার উপজেলার ভাটার আমতলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ কলকাতাগামী দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার জাহিদ হোসেনের স্ত্রী সালমা সুলতানা শেলীর (৩২) নাম জানা গেছে।

আহতদের মধ্যে ১৪ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, গ্রীন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কলকাতা যাচ্ছিল। পথে ভাটার আমতলা এলাকায় ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কলকাতাগামী বাসের অন্তত ২২ যাত্রী আহত হন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে তাদের  মধ্যে দু’জন মারা যান।

ওসি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে বলেন, নিহত যুবকের পকেটে থাকা একটি চিরকুটে প্রকাশ মজুমদার লেখা রয়েছে।

নিহত শেলীর স্বামী আহত জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, তিনি তার স্ত্রী  ও এক আত্মীয়কে নিয়ে ভারতের আজমির শরিফ যাচ্ছিলেন। কিন্তু বাস-ট্রাকের বেপরোয়া গতির কারণে তার স্ত্রী পরপারে চলে গেলেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।