ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর উত্তরায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজধানীর উত্তরায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ৬ বছর বয়সী অপহৃত শিশু মোবারককে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. অাব্দুল জব্বার ওরফে ঠাণ্ডু ও তার স্ত্রী নাজমা অাক্তার।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে খেলার সময় ফল বিক্রেতা মো. ফারুকের ৬ বছর বয়সী শিশু মোবারককে অপহরণ করে দুর্বৃত্তরা।

এর দুই দিন পর মোবারকের বাড়ির পাশের দর্জি দোকানে ফোন করে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়, পুলিশকে জানালে শিশুকে মেরে ফেলা হবে।

সন্তানকে ফিরে পেতে দুটি বিকাশ নম্বরে অপহরণকারীদের কয়েক ধাপে ১৭ হাজার ৭৭০ টাকা পাঠান ফারুক। তারপর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

অপহরণের এক মাস ১০ দিন পার হওয়ার পরেও সন্ধান না পাওয়ায় আশা ছেড়ে দিয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন ফারুক।

মনিরুল ইসলাম বলেন, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সাইবার ক্রাইম টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী আব্দুল জব্বারকে গাইবান্ধা জেলার সাঘাটা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী গাজীপুর জেলার শ্রীপুর মাওনা গ্রামে তার বাড়ির থেকে স্ত্রী নাজমা আক্তারের হেফাজত থেকে অপহৃত শিশু মোবারককে উদ্ধার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল জব্বার প্রকৃত নাম-ঠিকানা গোপন করে ২০০৪ সালে ‘বাবুল ইসলাম’ পরিচয়ে গাইবান্ধার সাঘাটা থানার চর এলাকার সেলিনাকে, ২০০৭ সালে মেহেরপুরের গাংনী থানার বাওট গ্রামে স্বপ্নাকে এবং ২০১৩ সালে ‘হেলাল’ পরিচয়ে গাজীপুরের মাওনায় নাজমাকে বিয়ে করেন। অপহরণের পরে বিভিন্ন সময় সেসব স্ত্রীদের কাছে আত্মগোপনে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৬/আপডেট: ১৬৩২ ঘণ্টা

এসজেএ/জেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।