ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ইমাম সম্মেলন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সাভারে ইমাম সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে ২০১৫-১৬ অর্থ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাভারের কর্ণপাড়া জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।



সম্মেলনে সাভার উপজেলার একশোটি মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন। তাদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করে শ্রেষ্ঠ ইমামের স্বীকৃতি দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন সাভার উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ঢাকা বিভাগের ফিল্ড অফিসার মাওলানা একরামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন সাভার উপজেলা ইমামদের সভাপতি মুফতি মাওলানা নজরুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।