ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে গৃহবধূ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কমলগঞ্জে গৃহবধূ খুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রিনা বেগম (২৪) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যবাগ এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



তবে রিনার স্বামী গ্রামের আব্দুল হাই জানিয়েছেন, তিনি সকাল ১০টায় বাজার থেকে ফিরে স্ত্রীকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমদ বাংলানিউজকে জানান, রিনা বেগমের গলায় কোনো চিহ্ন নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কমলগঞ্জ  থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।