ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে কক্সবাজারে সমন জারি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে কক্সবাজারে সমন জারি মাহফুজ আনাম

কক্সবাজার: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছে কক্সবাজারের একটি আদালত।

সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুন পাল ওই সমন জারি করেন।



মাহফুজ আনামের বিরুদ্ধে মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজমের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় এ সমন জারি করেন আদালত।

মামলার বাদি বাংলানিউজকে জানান, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়। এতে প্রধানমন্ত্রীর ও তার সংগঠনের ১০০ কোটি টাকার মানহানি হয়। এ কারণে তিনি ডেইলি স্টার সম্পাদকের বিচার প্রার্থনা করে আদালতের আশ্রয় নিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু বাংলানিউজকে জানান, তার মক্কেলের দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।