ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী থেকে ভারতযাত্রায় প্রস্তুত স্পেশাল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রাজবাড়ী থেকে ভারতযাত্রায় প্রস্তুত স্পেশাল ট্রেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিতব্য ১১৫তম ওরশে যোগ দিতে রাজবাড়ী থেকে ২২০০ যাত্রী নিয়ে রওনা হতে স্পেশাল ট্রেনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ২২টি বগির ট্রেন মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

এরইমধ্যে ট্রেনের সাজ-সজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ উদ্যোগে মেদিনীপুর ওরশ উপলক্ষে ১৯০২ সাল থেকে এই স্পেশাল ট্রেন চলাচল করছে।

আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ীর সভাপতি ও ওরশ স্পেশাল ট্রেন লিডার কাজী ইরাদত আলী বাংলানিউজকে জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীর (র.) ২০তম অধস্তন পুরুষ হযরত আলী আব্দুল কাদের সামশুল কাদেরী সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরীর (র.) ১১৫তম বার্ষিক ওরশ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হবে।

ওই ওরশে অংশ নিতে রাজবাড়ী থেকে ২২টি বগিসম্বলিত স্পেশাল ট্রেনে ২২০০ নারী-পুরুষ মেদিনীপুর যাচ্ছেন। ট্রেনটিতে ৮০ জন স্বেচ্ছাসেবকসহ পুরুষ যাত্রী ১২৫৫ জন ও নারী যাত্রী ৮৬৫ জন এবং শিশু রয়েছে ৮০ জন।

ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি ওরশগামী যাত্রীরা একই ট্রেনে করে রাজবাড়ীতে ফিরে আসবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।