ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মাহফুজ আনামের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
না.গঞ্জে মাহফুজ আনামের গ্রেফতার দাবি

নারায়ণগঞ্জ: ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জে আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, মাহফুজ আনাম বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন এবং প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারী। তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার এবং দ্রুত তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এতে বক্তব্য দেন- নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সোহেল মিঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।