ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় কচুয়া উপজেলা চেয়ারম্যানের বাবা-ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দুর্ঘটনায় কচুয়া উপজেলা চেয়ারম্যানের বাবা-ভাই নিহত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বাবা ও ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁধাল ইউনিয়নের বিছট এলাকায় বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বাবা শেখ আনোয়ার হোসেন (৭৮) ও তার ছোট ভাই হুমায়ুন কবির শেখ (৪০)।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বাংলানিউজকে জানান, পারিবারিক একটি দাওয়াতে অংশ নিতে দুপুরে কচুয়া থেকে মোটরসাইকেলে করে উপজেলার বিছট এলাকায় যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ও তার ছেলে হুমায়ুন কবির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোশারেফ হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে দুর্ঘটনার শিকার দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬/ আপডেটেড: ১৬০২       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।