ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া কৃষক দলের সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কলারোয়া কৃষক দলের সভাপতি কারাগারে ছবি: প্রতীকী

সাতক্ষীরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন এবং জামায়াত কর্মী শাহাবুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ জোয়ারদার আমিরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।



সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট ওসমান গণি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ধার্যদিনে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কলারোয়ায় আসলে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।