ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।



এসময় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে তদন্তের নির্দশ দেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।