ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেফতার হওয়া আট নেতার মুক্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে সাইফুল ইসলাম পল্টু, মুনছুর আলী, আব্দুল মোমিন, কিবরিয়া হোসেন, রায়হান, আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্রমিকরা ৮ ঘণ্টার বেশি শ্রম দিলে অতিরিক্ত সম্মানী দিতে হবে, কথায় কথায় শ্রমিক ছাটাই করা যাবে না, বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে, শ্রমিকদের সঙ্গে শ্রম আইন অনুযায়ী ব্যবহার করতে হবে।

কর্মসূচিতে জাসদ, শ্রমিকজোট, বাসদ, শ্রমিক ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, হোটেল শ্রমিক, জাসদ ছাত্রলীগ, সেলুন শ্রমিক, লেদ শ্রমিক, স্বর্ণ শিল্প শ্রমিক, দর্জি শ্রমিক, পাদুকা শ্রমিক, গৃহনির্মাণ শ্রমিক, মুদ্রণ শিল্প শ্রমিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।