ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ঢোকার অভিযোগে দুই শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতদের মধ্যে- দুইজন শিশু, দুইজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি খুলনা, মাদারীপুর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককৃতদের আইনগত প্রক্রিয়া শেষে সদর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।