ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ দিবসে নীলফামারীতে নানা কর্মসূচি গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শহীদ দিবসে নীলফামারীতে নানা কর্মসূচি গ্রহণ

নীলফামারী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

কর্মসূচির মধ্যে দিবসের শুভ সুচনায় রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৭টায় শহীদ মিনার চত্বরে পোস্টার, পুস্তক ও আলোকচিত্র প্রদর্শন, মশিউর রহমান ডিগ্রি কলেজ ও নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অমর শহীদের স্মরণে রচনা প্রতিযোগিতা, শিশু একাডেমি মিলনায়তনে আবৃত্তি, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, দুপুরে মসজিদে মসজিদে বিশেষ প্রার্থনা, সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় শিল্পকলা অডিটোরিয়ামে চলচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বাংলানিউজকে জানান, সম্প্রতি বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের উপস্থিতিতে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।