ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
নবীগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে শেলী বেগম (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী শিপন মিয়া।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় শেলীকে হত্যা করা হয়।

নিহত শেলী বেগম নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের শিপন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে গুমগুমিয়া গ্রামের সনর মিয়ার মেয়ে শেলী বেগমের সঙ্গে একই গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিলো। শেলীর হৃদয় নামে একটি ছেলে রয়েছে।

দুই মাস আগেও শেলী তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। পরে সালিশ বৈঠকের মাধ্যমে শিপন আবারও শেলীকে বাড়িতে ফিরিয়ে আনেন।

রোববার রাতে শিপন ও শেলী রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় শিপন তার স্ত্রী শেলীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। সোমবার সকালে প্রতিবেশীরা বিছানায় শেলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেলীর মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিপনকে আটকে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।