ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ময়মনসিংহে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে নজরুল মল্লিক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় দেন।



যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-বাবুল মল্লিক, আজিজ মল্লিক, লালু মল্লিক, হীরা মল্লিক, জিয়ারুল মল্লিক, আলম মল্লিক, আব্দুল হাই মল্লিক ও মুসা মল্লিক।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর মো. নওজেশ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রিশাল থানায় ২০০৮ সালের পহেলা অক্টোবর দায়ের করা এই হত্যা মামলায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। তবে এখন পর্যন্ত আদেশের কপি হাতে না পাওয়ায় তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।