ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৬ জুয়াড়ির জেল-জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
মধুপুরে ৬ জুয়াড়ির জেল-জরিমানা

মধুপুর(টাঙ্গাইল): জুয়া খেলার দায়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছয় জুয়াড়িকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস তাদের জেল-জরিমানার আদেশ দেন।



এরা হলেন, উপজেলার হাগুড়াকুড়ি এলাকার আ‌বদুল খালেক (৫০), হাতিমারার মফিজউদ্দিন (২২), কাইলাকুড়ির মধু মিয়া (৩০), আক্তার আলী (২৫), জোসনা আলী (৪৫) ও রেহান আলী (৪৫)।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে অরণখোলার বনাঞ্চলের কাইলাকুড়ি বাজার এলাকা থেকে জুয়া খেলার দায়ে ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্তদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।