ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় জেলের মৃত্যু

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আবুল বাশার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মেঘনার ভাসন ভাঙার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুলের বাড়ি মনপুরা উপজেলায়। আহতরা হলেন- কিরণ মাঝি (৫০), রুহুল আমিন (৫৫), নুরুন্নবী (৩৫) ও রফিক (৪৫)।

এদের মধ্যে তিনজনকে তজুমদ্দিন ও একজনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ভোরে মেঘনা নদীতে আবুল বাশারসহ অন্য জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ঢাকা থেকে মনপুরাগামী যাত্রীবাহী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা আবুল বাশারসহ ৪ জেলে নদীতে পড়ে যায়। তিনজন সাঁতরে উঠতে সক্ষম হলেও আবুল বাশার মারা যান।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।