ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে এ্যাপেক্স হ‍াসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
গাজীপুরে এ্যাপেক্স হ‍াসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ডাক্তারের শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর জাল করে প্যাথলজি রিপোর্ট তৈরি করায় গাজীপুরে এ্যাপেক্স হ‍াসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-১ এর ভ্রাম্যমান আদালত।

এ ঘটনায় জড়িত ল্যাব টেকনেশিয়ান মো. মোবারক হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১ এর ভ্রাম্যমান আদালত গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপেক্স হসপিটালে এ ‍অভিযান পরিচালনা করেন।  

আদালতের নেতৃত্বে দেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ও হ‍াসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা এবং ডা. শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর ব্যাবহার করে প্যাথলজিক রিপোট তৈরির অভিযোগে হাসপাতাল মালিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে ভ্রাম্যমান আদালত হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।