নীলফামারী: নীলফামারীতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দুই কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সিনিয়র বিচারিক আদালতে (আমলি আদালত ডোমার) মামলাটি দায়ের করেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোমনাতী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল হামিদ।
পরে বিচারক সামিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/এসআর।