আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন দোকানে ভিম ধসে অন্তত পাঁচজন আহত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বুড়িরবাজার এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশে হিকে ডি ডাইস নামে ব্যক্তি মালিকানার একটি মার্কেটের নির্মাণাধীন বিম হঠাৎ ধসে পড়ে।
এসময় পথচারী ও রিকশাচালকসহ পাঁচজন আহত হয়। বিমের নিচে চাপা পড়ে একটি পাজেরো গাড়িসহ কয়েকটি রিকশা।
নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে এই ধস ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এইচএ/